‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিয়ে গুজব, তদন্ত কমিটি গঠন

মার্চ ১৩, ২০১৩
‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিয়ে গুজব, তদন্ত কমিটি গঠন

ঢাকা জার্নাল: ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ার পর শিশুদের অসুস্থতা নিয়ে দেশজুড়ে বিভ্রান্তির সৃষ্টি করছে একটি কুচক্রি মহল। 
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এ অপপ্রচার শুরু করা হয়েছে। এছাড়া সেখানকার একটি মসজিদ থেকে মাইকিং করে ভিটামিন ক্যপসুল না খাওয়ানোর জন্য প্রচার চালানো হয়েছে। অপপ্রচারের ঘটনায় মসজিদের একজন ইমামকে গ্রেফতার করা হয়েছে।

এসব ঘটনার জন্য অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চার সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম লস্করকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা: খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ এসব কথা বলেন।

ঢাকা জার্নাল, মার্চ ১৩, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.