চুম্বন বিতর্কে তসলিমা নাসরিন

নভেম্বর ৮, ২০১৪

BztC8NfIQAIXIKMঢাকা জার্নাল: ভারতে ক্রমেই ছড়িয়ে পড়ছে ‘কিস অফ লাভ’ আন্দোলনের পরিধি। কোচি থেকে শুরু হওয়া আন্দোলন কলকাতা ঘুরে এবার দিল্লিতে। আজ দিল্লিতে বিকেলে আরএসএস অফিসের সামনে ‘কিস অফ লাভ’ এর কর্মসূচী চলবে। আয়োজক ‘কিস অফ লাভ’ দিল্লি চ্যাপ্টার ফেসবুক পেজ।

একদিকে এই চুম্বন নিয়ে যেমন বিতর্ক উঠেছে, অন্যদিকে তেমনই দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে।

‘কিস অফ লাভ’ এর আজকের কর্মসূচীর আহবানে বলা হয়েছে, ‘প্রতিবাদের আওয়াজ উঠছে,  ভালবাসা আর চুমু খাওয়ার জন্য কোনও জায়গা রাখেনি ওরা। ক্যাফে, পার্ক, গলি, পাড়া সব কেড়ে নিয়েছে। আসুন হাত ধরুন, জড়িয়ে ধরুন, চুমু খান। চলুন যেখানে আরএসএসের দফতর সেখানে আমরা চুমু খেয়ে প্রতিবাদ জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ কর্মসূচীর পক্ষে ব্যাপক সাড়া জেগেছে।

এদিকে চলমান ‘কিস অফ লাভ’ আন্দোলন জোয়ারে গা ভাসিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও। তিনি এই কিসকে সমর্থন জানিয়েছেন।

এক টুইট বার্তায় কিসের পক্ষে তিনি লিখেন, ‘বন্ধ হোক অশালীন ব্যবহার, হয়রানি এবং নির্যাতন। আপনার প্রিয় মানুষকে চুম্বন করুন ঘরের ভিতরে এবং বাইরে। মানুষকে ভালবাসুন। এটা মানুষকে ঘৃণা করার থেকে অনেক ভাল।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.