ইসরাইলি বর্বরতার প্রতিবাদে নিউ ইয়র্কে বাংলাদেশিদের বিক্ষোভ

আগস্ট ৭, ২০১৪

Gaja londonনিউ ইয়র্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আমেরিকার নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে বাংলাদেশি আমেরিকানরা। স্থানীয় সময় শনিবার বিকালে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিপুলসংখ্যক আমেরিকান বাংলাদেশি শিশু অংশ নেয়।

প্লাকার্ড ও ফেস্টুন হাতে এসব শিশুরা ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলে, এ পৃথিবীতে জন্ম নেয়া প্রত্যেক শিশুর ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু গাজায় ফিলিস্তিন শিশুদের ওপর যে বর্বর হামলা চালানো হচ্ছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ বিশ্ব নেতৃবৃন্দ এ ব্যাপারে এগিয়ে আসছে না।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশি আমেরিকান এসব শিশু গাজায় ইসরাইলি হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ চেয়েছে। সমাবেশে শিশুরা ইসরায়েলের বিরুদ্ধে নানান স্লোগান দেয়। বিভিন্ন বয়সের ও শ্রেণী-পেশার মানুষ এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে ইসরাইলি বর্বরতার নিন্দা জানান।

বিক্ষোভ সমাবেশের আয়োজক জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা ইসরাইলি আগ্রাসন বন্ধে বিশ্বজনমত গড়ে তোলার আহ্বান জানান।

ঢাকা জার্নাল, আগস্ট ৭, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.