সেরা উদ্ভাবনী পুরস্কার পেলো ‘ফার্মার কুয়েরি সিস্টেম’

আগস্ট ৬, ২০১৪

tech Dhakajournalঢাকা জার্নাল: সম্প্রতি মোবাইল কৃষি বিভাগে ‘এমবিলিয়নথ অ্যাওয়ার্ড ২০১৪’ পুরস্কার পেয়েছে এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ উদ্ভাবিত ‘ফার্মার কুয়েরি সিস্টেম’।  

মোবাইল ফোনের মাধ্যমে কৃষকের কাছে কৃষি বিষয়ক তথ্য পৌঁছে দেওয়ার জন্য ‘ফার্মার কুয়েরি সিস্টেম’ এ পুরস্কার পায়। 

গত ১৮ জুলাই ভারতে এক অনুষ্ঠানে এমপাওয়ারের সিইও মৃদুল চৌধুরীর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। 

আরো ১৪টি কৃষি সেবামূলক মোবাইল অ্যাপ্লিকেশনের সঙ্গে প্রতিযোগিতা করে ‘ফার্মার কুয়েরি সিস্টেম’ এ পুরস্কার লাভ করে। 

এই সেবায় স্মার্টফোনের মাধ্যমে কৃষি বিষয়ক নানা জিজ্ঞাসা ও সমস্যার কথা সরাসরি পৌঁছে যাবে কৃষি বিশেষজ্ঞের কাছে। তিনি ফোনকল অথবা মেসেজের মাধ্যমে কৃষককে উত্তর বা সমাধান দেবেন। 

কৃষকের জীবনমান উন্নয়নে ইউএস এইডের অর্থায়নে এই বিশেষ মোবাইল সেবাটি নির্মিত হয়েছে। ‘ইউএস এইড কৃষি সম্প্রসারণ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামীণ তথ্য সেবাদানকারীরা এটি ব্যবহার করছেন।

এমবিলিয়নথ ভোডাফোন, কোয়ালকম ও প্রাইসওয়াটার কুপারস-এর মতো প্রতিষ্ঠানের সহায়তায় দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের বিভিন্ন সামাজিক উদ্ভাবনকে বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে স্বীকৃতি দিয়ে আসছে। 

ঢাকা জার্নাল, আগস্ট ৫, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.