আন্তর্জাতিক মানে উন্নীত হবে কক্সবাজার বিমানবন্দর

মার্চ ১২, ২০১৪

coxbajar bimanকক্সবাজার বিমানবন্দরকে ‍আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, এ বিষয়ে আলাপ করতে চীনা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে আজ। চীন সহায়তা দিলে খুব শিগগির বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত কো সম্ভব হবে।

রাশেদ খান মেনন বলেন, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের এ জেলা পর্যটনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে।

২০১৫ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করতে যাচ্ছি উল্লেখ করে মেনন বলেন, আমাদের দেশে ‍অভ্যন্তরীণ পর্যটক বেড়েছে। কিন্তু সেই হারে বিদেশি পর্যটক বাড়েনি।

বিদেশি পর্যটক বাড়ানোর লক্ষ্যে আগামী বছরকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করার বিষয়ে এ সম্পর্কিত একটি প্রস্তাবনাও সরকারের কাছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের পর্যটন শিল্পের আকর্ষণ বাড়াতে ‍আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতে বিনিয়োগের জন্য সৌদি আরব সরকারকে অনুরোধ জানানো হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে শিগগিরই সৌদি রাষ্ট্রদূত কুয়াকাটা ও শ্রীমঙ্গল সফরে যাবেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.