হংকংয়ে চলছে বেসিসসের ১২ দিনের প্রশিক্ষণ

নভেম্বর ৩০, ২০১৩

DSC_1999ঢাকা জার্নাল: বেসিস সদস্য কোম্পানীসমূহের উর্ধতন -কর্মকর্তাদের জন্য ১২দিনের প্রশিক্ষণ চলছে গত ২৫ নভেম্বর থেকে। ইউনিভার্সিটি অব হংকং এ চলছে এ প্রশিক্ষণ। বিশ্ব ব্যাংকের সহায়তায় ‘সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং অব হাই-টেক পার্ক অথরিটি (এইচটিপিএ)’র আওতায় প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।
অংশগ্রহণকারীদের উচ্চতর পর্যায়ের ব্যবসায়িক ব্যবস্থাপনা ও কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভের পাশাপাশি তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন। প্রশিক্ষণে ৯টি বিভিন্ন মডিউলে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। মডিউল গুলো হচ্ছেঃ ক্রিয়েটিভিটি অ্যান্ড বিজনেস মডেল ট্রান্সফরমেশন, ফাইন্যন্স ফর নন-ফাইন্যান্স ম্যানেজারস, বিজনেস এথিক্স, কমিউনিকেশন অ্যান্ড কনফ্লিক্ট রেজুলেশন, অপারেশন ম্যানেজমেন্ট, লিডারশিপ ফর চেঞ্জ অ্যান্ড পিপল ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড ইনোভেশন, সার্ভিস মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট। ইউনিভার্সিটি অব হংকংয়ের অভিজ্ঞ শিক্ষকম-লী প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করছেন।
প্রশিক্ষণে ২৫টি বেসিস সদস্য কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক বা সমমানের কর্মকর্তাৃন্দ অংশ নিচ্ছেন। অংশগগ্রহণকারী কোম্পানীগুলো হচ্ছে, বিডিজবস ডট কম লিমিটেড, টেকনোভিসতা লিমিটেড, সিএসএল সফটওয়্যার রিসোর্সেস লিমিটেড, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, বিজনেস অটোমেশন লিমিটেড, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড, গ্রাফিক পিপল লিমিটেড, লিডস কর্পোরেশন লিমিটেড, ম্যামটেক লিমিটেড, এরা ইনফোটেক লিমিটেড, এডিএন টেকনোলজিস লিমিটেড, কপোট্রনিক ইনফো সিস্টেমস লিমিটেড, হাওয়ার আইটি সফটওয়্যার সার্ভিসেস লিমিটেড, ন্যাসসেনিয়া আইটি, ডেভনেট লিমিটেড, সিসটেক ডিজিটাল লিমিটেড, অপাস টেকনোলজিস লিমিটেড, ইনোভেট ৩৬০, সিনেসিস আইটি লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, স্ফুরন টেকনোলজি, আমরা টেকনোলজি লিমিটেড, হাবিব ইন্টেলিজেন্ট সফটওয়্যার লিমিটেড, ইনোভেশন ইনফরমেশন সিস্টেমস লিমিটেড এবং এনপি কমিউনিকেশন লিমিটেড।

ঢাকা জার্নাল, নভেম্বর ৩০, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.