সন্ত্রাস নাশকতা প্রতিরোধে আহবান সরকারের

মার্চ ৮, ২০১৩
moa_bangladeshঢাকা জার্নাল: সন্ত্রাস নাশকতা প্রতিরোধে সাধারণ জনগণকে আহবান জানিয়েছে সরকার। 
বৃহস্পতিবার রাতে সরকারী তথ্য বিবরণীর মাধ্যমে স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় এ আহবান জানায়।
তথ্য বিবরণীতে বলা হয়, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে দেশে সন্ত্রাস ও সহিংসতার ঘটনা ঘটানো হচ্ছে।
আজও বিরোধী দল বিএনপি সারাদেশে হরতাল ডেকে জনজীবনে দুর্ভোগ সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু জনসাধারণের সমর্থন না থাকায় সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সারাদেশে প্রায় স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত ছিল।
কয়েকটি স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হরতাল সমর্থনকারী উচ্ছৃঙ্খল জামায়াত শিবির কর্মীরা হিংসাত্মক কর্মকা- চালিয়েছে।
ইতোমধ্যে সংঘটিত হানাহানি ও নাশকতামূলক কর্মকা-ের প্রচেষ্টা রোধপূর্বক জনজীবনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্থানীয় জনসাধারণের সচেতনতা ও সহযোগিতার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব আরোপ করছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি/পেশার লোকজন নিয়ে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সরকার স্থানীয় কর্তৃপক্ষসমূহকে নির্দেশনা দেয়া হয়েছে বলে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ঢাকা জার্নাল:  মার্চ ৭, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.