২১ বছর নির্বাসনে তসলিমা নাসরিন

ফেব্রুয়ারি ১২, ২০১৬

Taslimaঢাকা জার্নাল: বাংলাদেশদের নারীবাদি লেখক তসলিমা নাসরিনের নির্বাসনে রয়েছেন ২১ বছর। খোলামেলা লেখার কারণে মৌলবাদিদের প্রতিবাদের মুখে দেশছাড়া হতে হয় জনপ্রিয় এই লেখককে। এরপরে তার আর বাংলাদেশে ফেরা হয়নি।

taslimaমুক্তিযুদ্ধের পক্ষের সরকার (আওয়ামী লীগ) দ্বিতীয় দফায় ক্ষমতায় আসলেও তাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন মহল থেকে এই লেখককে ফেরত আনার দাবি জানানো হলেও শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের পক্ষ থেকেও নেওয়া হয়নি জোরো কোনো উদ্যোগ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)বাংলাদেশ ছেড়ে যাওয়ার ২১ বছর পূর্ণ হল।  এ দিনে লেখক তার ফেসবুক স্ট্যাটাসে ২১ বছর হল আমাকে বাংলাদেশে ফিরতে দিচ্ছে না। একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আমার ফুল দেওয়ার অধিকার লঙঘন করা হচ্ছে।

ফেসবুক স্ট্যাটাসে লেখা হুবহু তুলে দেওয়া হলো- “বাংলাদেশ আজ ২১ বছর হলো আমাকে দেশে ফিরতে দিচ্ছে না। একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে আমার ফুল দেওয়ার অধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ। বাংলা ভাষায় লেখা আমার কবিতা পড়ার অধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ।

Taslima পশ্চিমবঙ্গও লঙ্ঘন করছে আমার অধিকার। আমি ভারতের নাগরিক না হলেও রেসিডেন্ট। ভারতের আইনে নেই রেসিডেন্টদের কবিতা পড়ার অধিকার থেকে বঞ্চিত করার কথা।
কয়েক বছর আগের ছবি এটি। কলকাতার শহিদ মিনারের ছবি। কবিতা পড়ছি একুশে ফেব্রুয়ারিতে। তখনও কবিতা পড়ার অধিকার ছিল আমার। এরপর কী হলো! আমার সব অধিকারকে রাজনীতিক আর ধার্মিকরা মিলে গণধর্ষণ করলো।”

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ১২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.