স্থগিত ক্লিন ঢাকা কনসার্ট

ফেব্রুয়ারি ১১, ২০১৬

Clean_Dhakaঢাকা জার্নাল:নিরাপত্তাজনিত কারণে ক্লিন ঢাকা কনসার্ট স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অন্তর শোবিজের কর্মকর্তাদের সঙ্গে ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলামের একটি বৈঠক হয়। সেখানে পর্যালোচনায় দেখা যায়, যারা ক্লিন ঢাকা কনসার্ট আয়োজনে কাজ করছেন, তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। তাদের কোনো কাজের সুষ্ঠু পরিকল্পনা ও কনসার্ট আয়োজনে যথেষ্ট প্রস্তুতি নেই। তাই পুলিশের পক্ষ থেকে এ অনুষ্ঠান স্থগিতের আহ্বান জানানো হয়।

এ বৈঠক নিয়ে ডিএমপির ক্রাইম কনফারেন্সে আলোচনা উঠলে পুলিশের পক্ষ থেকে কনসার্ট স্থগিতের কথা জানানো হয়।

এদিকে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন মোবাইলে জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে ক্লিন ঢাকা কনসার্ট স্থগিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল ১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্লিন ঢাকা কনসার্ট হওয়ার কথা ছিল। এতে বলিউড অভিনেত্রী কারনিা কাপুর খান এবং সঙ্গীত শিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুরসহ বাংলাদেশি তারকারা অংশ নেওয়ার কথা ছিল

ঢাকা জার্নাল, ১১ ফেব্রুয়ারি ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.