চিলিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০১৬

cili ঢাকা জার্নাল: চিলিতে বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। তাৎক্ষনিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৩৩ মিনিটে রাজধানী সান্তিয়াগোর ৩২৬ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, এর গভীরতা ছিল ৩১ দশমিক ৫ কিলোমিটার।

চিলির নৌবাহিনীর পানি ও সমুদ্রবিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির শক্তি ও গভীরতা সুনামি সতর্কতা জারির জন্য যথেষ্ঠ ছিল না। এ কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ চিলি প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প প্রবণ অঞ্চলের অর্ন্তভূক্ত। গত পাঁচ বছরে দেশটিতে বেশ কয়েকটি ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর কয়েকটি রিখটার স্কেলে ৮ মাত্রার চেয়েও বেশি ছিল। তবে এরপরও দেশটিতে তেমন  কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশটিতে ভবন নির্মাণ  কোড কঠোরভাবে অনুসরণ করা হয়। এ কারণে সেখানে দুর্বল ভীতের কোনো ভবন নির্মাণের সুযোগ নেই। ঢাকা জার্নাল, ১০ ফেব্রুয়ারি ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.