ভারতে টি২০ বিশ্বকাপ খেলবে না পাকিস্তান!

ফেব্রুয়ারি ৯, ২০১৬

Shahryar_Khan1454993547ঢাকা জার্নাল : মার্চ মাসের ৮ তারিখ মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬। দুই দেশের বৈরি সম্পর্কের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে আইসিসির কাছে চিঠি দিয়েছে পাকিস্তান।

চিঠিতে নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলার প্রস্তাব রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই নিরপেক্ষ ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাত।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমরা আইসিসিকে আগেও বলেছি, আবারও বলেছি যে- ভারতের গিয়ে আমাদের বিশ্বকাপ খেলা না খেলাটা নির্ভর করে সরকারের উপর। ভারতে খেলাটা যদি পাকিস্তানের জন্য ঝুঁকিপূর্ণ হয় তাহলে বিষয়টি বিবেচনা করবে পাকিস্তান সরকার। পাকিস্তান দলের উপর উগ্রবাদীদের হামলার আশঙ্কা থাকলে এবং সরকার খেলতে অনুমতি না দিলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়টিও উল্লেখ করেছি আমরা।’

তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া যে শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করেছে এবং তাদের অনূর্ধ্ব-১৯ দলকে খেলতে পাঠায়নি সেটা কোনো সাধারণ ঝুঁকি নয়। ভারতেও আমাদের তেমন ঝুঁকি রয়েছে। উগ্রবাদীদের কারণে পিসিবি কিন্তু বিসিসিআইয়ের সঙ্গে মুম্বাইতে আলোচনা করতে পারেনি। পাকিস্তানের শিল্পী গুলাম আলীর কনসার্ট ঝুঁকির কারণে দুই-দুইবার পিছিয়ে দেওয়া হয়। খুরশিদ কাসুরির বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও ঝামেলা সৃষ্টি করা হয়।’

ভারতের গৌহাটি ও শিলংয়ে চলমান এসএ গেমসে পাকিস্তানের ৫০০ সদস্যের একটি দল অংশ নিয়েছে। সেখানে এতগুলো খেলোয়াড় অংশ নিতে পারলে ক্রিকেট দলের সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার খান বলেন, ‘সাঁতারু কিংবা অন্য কোনো খেলোয়াড়দের উপর হামলার চেয়ে ক্রিকেটারদের উপর হামলার আশঙ্কা বেশি থাকে। তবে সরকার যদি ভারতে খেলার বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত নেয় তাহলে আইসিসি হয়তো শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে খেলতে আমন্ত্রণ জানাতে পারে।’

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ০৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.