প্রথম দফায় ৪০০ ইউপিতে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০১৬

ECঢাকা জার্নাল: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৪০০ ইউনিয়নে নির্বাচন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাভেদ আলী তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার জাভেদ আলী বলেন, আগামী মাসে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তাই আমরা ভাবছি, পরীক্ষার ফাঁকে যে বন্ধ থাকবে সে সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন করে ফেলতে। ইউপি নির্বাচন ১১ থেকে ১২ দফায় করতে হবে। তাই আগামী মার্চ মাসের শেষের দিকে প্রথম দফায় ৪০০ ইউনিয়নে নির্বাচন করা হবে।

প্রথম দফার নির্বাচনী তফসিল কবে নাগাদ ঘোষণা করা হতে পারে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। ঢাকা জার্নাল, ৮ ফেব্রুয়ারি ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.