সাঁতারে স্বর্ণ এনে দিলেন শিলা, ভারোত্তোলনে সীমান্ত

ফেব্রুয়ারি ৮, ২০১৬

Gameঢাকা জার্নাল : এসএ গেমসের তৃতীয় দিনে দুটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দুটিই জিতেছে নারীরা। প্রমথটি ভারোত্তোলনে জিতেন মাবিয়া আক্তার সীমান্ত।

আর দ্বিতীয়টি সাঁতারে জিতেন মাহফুজা আক্তার শিলা। রোববার তিনি মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।

রোববার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ১৭.৮৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন মাহফুজা। ১ মিনিট ১৮.৫৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন পাকিস্তানের লিয়ান্না ক্যাথেরিন। আর ভারতের চাহাত আরোরা ১ মিনিট ১৮.৭৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।

তার এই স্বর্ণ জয়ের মধ্য দিয়ে সাঁতারে ১০ বছরের যে স্বর্ণের খরা চলছিল সেটা দূর হয়েছে। বাংলাদেশ সবশেষ ২০০৬ সালে সাঁতারে স্বর্ণ জিতেছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জসহ মোট ১৬টি পদক নিয়ে পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ৮, ২০১৬

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.