বিসিএস প্রিলিমিনারির ফল চলতি সপ্তাহে

ফেব্রুয়ারি ৭, ২০১৬

psc_ঢাকা জার্নাল: ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ  জানান, দ্রুতই ফল প্রকাশের চেষ্টা করছি, কাজ চলছে।

পিএসসি’র এক কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশ হতে পারে।

গত ৮ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার প্রিলিমিনারি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়াও ঘড়ি নিষিদ্ধ করে দেওয়াল ঘড়ির ব্যবস্থা করেছিল পিএসসি।
বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  পিএসসি । ঢাকা জার্নাল, ৭ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.