আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্টজন

ফেব্রুয়ারি ৬, ২০১৬

Kobi 1ঢাকা জার্নাল : আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কার ২০১৫ ঘোষণা করা হয়েছে। কলকাতার সাংস্কৃতিক সংগঠন জীবনানন্দ উৎসব কমিটি’র উদ্যোগে আগামি মার্চে ঢাকাস্থ বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান মিলনায়তনে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৭ বিশিষ্টজনকে এ পুরস্কার প্রদান করা হবে। কলকাতায় নন্দন সেন্টারে জীবনানন্দ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন, জীবনানন্দ উৎসব কমিটি’র সভাপতি কবি অমৃত মাইতি।
পুরস্কার প্রাপ্তরা হলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজ, কবি অসীম সাহা, কবি রবিউল হুসাইন, কবি তপংকর চক্রবর্তী ও কবি সহিদ রাহমান।
বাংলা একাডিমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের প্রত্যেকের হাতে পদক, সনদপত্র ও সম্মাননা অর্থ তুলে দেওয়া হবে।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ০৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.