ভূমিকম্পে তাইওয়ানে ধ্বংসযজ্ঞ

ফেব্রুয়ারি ৬, ২০১৬

Taioanঢাকা জার্নাল : তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ১৭তলা একটি ভবন ধসে কমপক্ষে ২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এছাড়া ধসে পড়া ভবনটি থেকে শেষ খবর পর্যন্ত ২২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে ১২৩ জন জীবিত উদ্ধারের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আরো কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিক ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৭ বলে জানায় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পরে তা কমিয়ে ৬.৪ বলে সংস্থাটি। তবে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।

বাংলাদেশ সময় শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি।

তাইওয়ানে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ০৬, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.