পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক, সংসদে আলোচনার উদ্যোগ
ঢাকা জার্নাল: পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বাদ দেওয়ার বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হতে পাবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক। তিনি বলেছেন পাকিস্তান যদি স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখে তবে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি ভেবে দেখা হবে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে বিষয়টি উত্থাপন হতে পারে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভূমিকার পাশাপাশি যুদ্ধাপরাধীদের ঘৃণ্য তৎপরতা পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করা হবে। বর্তমান পাঠ্য পুস্তকে মুক্তিযোদ্ধাদের ভূমিকা লিপিবদ্ধ রয়েছে কিন্তু এতে নতুন প্রজন্ম জানতে পারছে না কি ঘৃণ্য তৎপরতা যুদ্ধাপরাধীদের ছিল, কত বর্বরতা তারা চালিয়েছিল। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে । প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা আবসনপল্লী তৈরী করা হবে। এছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কবরসমূহ একই ডিজাইনে পাকা করা হবে যাতে শত বছর পরেও দেখে বোঝা যায় এটা মুক্তিযোদ্ধার কবর।
এ সভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদির গামাসহ স্থানীয় কামান্ডার ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ঢাকা জার্নাল, ডিসেম্বর ১৮, ২০১৫।