পরিমলের শাস্তির উদাহরণ যেন টিকিয়ে রাখা হয় : সুলতানা কামাল

নভেম্বর ২৫, ২০১৫

02ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তারই শিক্ষক পরিমল জয়ধরের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ছাত্রীকে লাঞ্ছিত করার জন্য যে শিক্ষককে অভিযুক্ত করা হয়েছিল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। যারা বিচারব্যবস্থা পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে এও দাবি জানাচ্ছি যে, এই উদাহরণ টিকিয়ে রাখার দায়িত্বও কিন্তু তাদের। আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধনী আয়োজনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক ‘বৃত্তে বাঁক’ নাটক পরিবেশন করে। পরে সমাবেশ শেষে তারা পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত যান। সুলতানা কামাল বলেন, একটি মাত্র উদাহরণ দিয়ে তারা যেন এই সুযোগ না নেন যে, বিচার তো এখানটাতে হয়, বিচার এখানে করেছি। একটি বিচার হয়েছে, শত শত বিচার এখনো শেষের অপেক্ষায় রয়েছে। আমরা যেন সেই অবস্থা দেখতে পাই। যেখানে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে তার অভিযোগ গঠন হয়, অভিযুক্ত দোষী প্রমাণিত হলে যেন শাস্তি পায়। সুলতানা কামাল বলেন, বাংলাদেশ হওয়ার কথা অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, যেখানে সম্পদের সুষম বণ্টন থাকবে এবং প্রতিটি মানুষ নিজের সম্মান নিয়ে মর্যাদা নিয়ে বেঁচে থাকবে। তাই নারীর প্রতি বৈষম্য আমাদের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন সংগ্রাম সমর্থন করে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.