রাজীব মণি দাসের ‘‘গ্র্যান্ড- মাষ্টার’’

নভেম্বর ২৪, ২০১৫

18আগামী ২৭ নভেম্বর থেকে পূবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘‘গ্র্যান্ড- মাষ্টার’’। রাজীব মণি দাসের রচনায়

নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন যাদু ফরিদ ও মীর মুরাদ সজীব। নাটকটির

বিভিন্ন চরিত্র অভিনয় করছেন- আরফান, ফারুক আহমেদ, মাহমুদ ইসলাম মিঠু, রেজাউর রহমান রিভজী, তমাল, সুষ্মি, শিলা, শামীম, আজাদ আবুল কালাম (নানা),

হেমন্ত, জাহাঙ্গীর, মীর সাখাওয়াত প্রমুখ। নাটকের কাহিনিতে দেখা যায়, গ্রামের মধ্যে রয়েছে একটি ফোরস্টার ক্লাব,

যেখানে গ্রামের ছেলে-বুড়ো সবাই এক সাথে দাবা খেলে। পৃথিবীর বেশির ভাগ খেলা হয় পেশি শক্তি দিয়ে হলেও দাবা খেলার জন্য প্রয়োজন বুদ্ধির। গ্রামের চার রতœ অভ্র, বিদুর, রাতুল ও রাজা। দাবা খেলাই তাদের ধ্যান-জ্ঞান এক কথায় জীবন। রাজা হচ্ছে এ গ্রামের একমাত্র গ্র্যান্ড মাস্টার। তার সাথে দাবা খেলায় পারে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। বিত্তবান আরিফ চৌধুরী দীর্ঘদিন পর একমাত্র মেয়ে অনুকে নিয়ে গ্রামে বেড়াতে আসে। গ্রামের সবকিছুই অনুকে মুগ্ধ করে। এদিকে অনুকে দেখে চার রতœ দিশেহারা। সবাই তাকে পেতে চায়। অনুও শর্তজুড়ে দেয় যে তাকে দাবা খেলায় হারাতে পারবে সে তাকেই ভালোবাসবে। এ কথা শুনে সবাই আধা জল খেয়ে নেমে পড়ে অনুকে পাওয়ার আশায়। যদিও দাবা খেলার নিয়মটাই ভালো

করে জানা নেই তাদের। এ রকম মজার কিছু ঘটনা নিয়ে ঘটতে থাকে গ্র্যান্ড মাস্টার  নাটকের কাহিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.