১ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু

নভেম্বর ২৪, ২০১৫

17আগামী ১ ডিসেম্বর থেকে দেশের সরকারি স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। রাত ১২টা ১ মিনিট থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী ছাড়া জেলা ও বিভাগীয় সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হবে। ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)’র নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। www.gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য www.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তীচ্ছুদের টেলিটকের মাধ্যমে আবেদন ফি ১৫০ টাকা প্রদান করতে হবে। প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে লটারির মাধ্যমে। দ্বিতীয় শ্রেণিতে বাংলা ১৫ নম্বর, ইংরেজি ১৫ নম্বর ও গণিত ২০ নম্বরের মোট ৫০ নম্বরের ১ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে। চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা ৩০ নম্বর, ইংরেজি ৩০ নম্বর ও গণিত ৪০ নম্বরের মোট ১০০ নম্বরের ২ ঘণ্টার পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। নবম শ্রেণিতে জেএসসি ও জেডিসি’র ফলের ভিত্তিতে ভর্তি করা হবে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.