ব্রাসেলসে আরো এক সপ্তাহ সতর্কাবস্থা থাকবে

নভেম্বর ২৪, ২০১৫

07বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেছেন, ব্রাসেলসে অন্তত আরো এক সপ্তাহ সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি থাকবে।

তিনি বলেছেন, প্যারিসের কায়দায় একটি হামলার আশংকা আসন্ন এবং গুরুতর।

তবে মি. মিশেল বলেছেন বুধবার থেকে স্কুলগুলো খোলা থাকবে এবং রাজধানীর মেট্রো রেল আবারো চালু করা হবে।

ব্রাসেলসে গত শনিবার থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি রয়েছে।

শহরের বাসিন্দারা এখন জানতে পারলেন যে, আরো অন্তত এক সপ্তাহ এই অবস্থা বলবৎ থাকবে।

তবে ২০ জনেরও বেশি গ্রেপ্তার এবং একের পর এক পুলিশী অভিযান সত্ত্বেও প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলছেন, প্যারিসের কায়দায় আরেকটি হামলার হুমকি এখনো রয়ে গেছে।

মি. মিশেল বেলজিয়ানদের আতঙ্কিত না হবার আহ্বান জানান।

তিনি বলেছেন, আমি নিশ্চিতভাবে বলছি একটি হামলার হুমকি আসন্ন এবং এটি গুরুতর।

আমাদের কাছে ইঙ্গিত আছে যে, একই সময়ে কয়েকটি জায়গায় হামলা হতে পারে এবং সেকারণেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

ব্রাসেলসের রাস্তায় দিনভর সশস্ত্র পুলিশ টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোর প্রহরায় রয়েছে সাঁজোয়া যান।

একইসাথে সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য অভিযানও অব্যাহত রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.