‘টাকা থাকলেই কি ভিক্ষুকের মতো আচরণ করবে’

নভেম্বর ২৩, ২০১৫

33বিপিএলে সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিজুল ইসলামের কাছ থেকে ‘গালি’ শুনছেন তামিম ইকবাল খান। বিষয়টি নিয়ে তামিম ইকবাল লজ্জিত। এ রকম অপ্রীতিকর পরিস্থিতে তাকে পড়তে হবে, তা কোনো দিন স্বপ্নেও ভাবেননি তিনি।

নাম মুখে না নিলেও তামিম ইকবাল সিলেট সুপারস্টার্সের কর্ণধার সম্পর্কে বলেন, ‘মানুষের কাছে অনেক টাকা থাকতেই পারে। কিন্তু এর মানে এই না যে একটা রাস্তার ফকিরকের সঙ্গে সে যেভাবে আচরণ করবে, ঠিক সেভাবেই একটা জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে করবে। তার চেয়ে হাজার হাজার গুণ বেশি টাকা আইপিএলের মালিকদের আছে। আমি আইপিএলে খেলার সুযোগ পাইনি কিন্তু আমি টিমে ছিলাম। আমি ওখানে থেকে সব দেখেছি, তারা কীভাবে একজন ক্রিকেটারকে মূল্যায়ন করেন।’

পরবর্তী করণীয় কী তা তামিম বিসিবির ওপর ছেড়ে দিয়েছেন। বিসিবি বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে বিশ্বাস চিটাগং ভাইকিংসের অধিনায়কের। এ নিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমি বিশ্বাস করি, আমি বিসিবির একটা পার্ট। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নিবে। আমাদের কীভাবে সম্মান দেবে সেটা নিয়ে তারা ভাবনে। তারা যদি আমাদের সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ করতেই থাকে, তাহলে আমাদের খেলা ছেড়ে দেওয়া উচিত।’

তামিমের অভিযোগ তদন্ত করার আশ্বাস দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ নিয়ে বিসিবির শীর্ষ এ কর্মকর্তা বলেন, ‘তামিমও আমাদের কাছে অভিযোগ করেছে যে, তার সঙ্গে মাঠে একজনের সঙ্গে ‘হট ওয়ার্ডস’ বিনিয়ম হয়েছে। এটা আমরা এই প্রথমবার দেখলাম। এটা দুঃখজনক। এটা হওয়া উচিত ছিল না। জাতীয় দলের সহঅধিনায়ক, বা যেকোনো প্লেয়ারের সঙ্গে এ ধরনের আরচণ হওয়া উচিত নয়। আমরা এটা সমর্থন করি না। যেহেতু ম্যাচ চলছিল, ম্যাচ শেষে আমরা কথা বলেছি। মাঠে আমাদের অ্যান্টি করাপশন বিভাগের একজন মেজর ছিলেন। তিনিও ব্যাপারটা দেখেছেন। ওনার কাছ থেকে আমরা প্রতিবেদন নেব। এরপর এ বিষয়ে অ্যাকশনে যাব।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.