‘নির্দেশনা এলেই ফেসবুক খুলে দেওয়া হবে’

নভেম্বর ২৩, ২০১৫


24সরকারি নির্দেশনা এলেই ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, ‘সরকার যতক্ষণ পর্যন্ত মনে করবে, একজন মানুষও নিরাপদ না, ততদিন এসব বন্ধ রাখা হবে।’
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারানা হালিম এসব কথা বলেন।
তিনি বলেন, ফেসবুক বন্ধ করায় একজন মানুষও বিরক্তি পোষণ করেননি। আইন অনুযায়ী, সরকার জননিরাপত্তার স্বার্থে এগুলো বন্ধ রাখার অধিকার রাখে।’

তিনি বলেন ‘ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকায় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর দেশে কোনো নাশকতা হয়নি। এসব সাময়িক বন্ধ রাখায় আজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। অন্যান্য রায়ের পর যে ছোটোখাটো নাশকতা হতো, তা-ও রোধ করা গেছে।’
তিনি বলেন, ‘ফেসবুকসহ অন্য যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় প্রোপাগান্ডা ছড়ানো এবং নাশকতা রোধ করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে আমাদের কাছে মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.