বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইল বাংলাদেশ

অক্টোবর ১৩, ২০১৫

13আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের অধিবেশনে এ সহযোগিতা চাওয়া হয়েছে।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (সোমবার) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৯৭তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ সহযোগিতা চেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ভাইস-চেয়ারম্যান ড. নাসের চৌধুরী বলেন, বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতা সত্বেও দারিদ্র বিমোচন, শিশু মৃত্যুর হার হ্রাস, মাতৃস্বাস্থ্যের উন্নয়নসহ অধিকাংশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকার সফল হয়েছে।

ড. নাসের চৌধুরী এসডিজি অর্জনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন সমস্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের বিষয় উল্লেখ্য করে বলেন, এ বিষয়ে সরকারের বিনিয়োগ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হওয়ায় প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়নস্ অফ দি আর্থ পুরস্কারে ভূষিত করা হয়।

জনপ্রশাসন সচিব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রাথমিক শিক্ষাসহ শিক্ষার গুণগতমানের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সমস্যা মোকাবেলা, সমুদ্র ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ইউনেস্কোর অঙ্গীকারের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।ইউনেস্কোর এ অধিবেশনে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধির মধ্যে ছিলেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এবং ইউনেস্কো বিষয়ক বাংলাদেশের জাতীয় কমিশনের সচিব মো. মঞ্জুর হোসেন।ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভার সভাপতিত্বে গত ১২ অক্টোবর নির্বাহী বোর্ডের এ অধিবেশন শুরু হয়।

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.