‘কে বিএনপি, কে আ.লীগ তা মুখ্য নয় বিচারকের কাছে’

অক্টোবর ১৩, ২০১৫

12সাতক্ষীরা প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আইনের দৃষ্টিতে বিচারপ্রার্থীরা সবাই সমান। কে বিএনপি, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি অথবা জামায়াত,এটা বিচারকের কাছে মুখ্য নয়।

মঙ্গলবার সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতি ভবনে আইনজীবিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আমি দৃঢ়তার সাথে ঘোষণা করছি বাংলাদেশের বিচার বিভাগ সম্পুর্ন স্বাধীন। বর্তমানে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোন চাপ নেই।

চলমান সংস্কার প্রক্রিয়ায় বিচার বিভাগের প্রতি জনগনের আস্থা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার আমিরুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট এস এম হায়দার আলী, পিপি অ্যাডভোকেট ওসমান গনি, জিপি অ্যাডভোকেট গাজী লুৎফর রহমান, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.