বিএনপি নেতাদের বাসায় পুলিশি তল্লাশির নিন্দা শাহজাহানের

অক্টোবর ১৩, ২০১৫

06ঢাকা: নোয়াখালীতে তিন বিএনপি নেতার বাসায় পুলিশি তল্লাশি ও বাসার লোকজনের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

এতে বলা হয়, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সূবর্ণচর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, নোয়াখালী সদর থানা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান এবং নোয়াখালী জেলা সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্বেও তাদের বাড়িতে তল্লাশি এবং বাসার লোকজনদের সঙ্গে দূর্ব্যবহার করে পুলিশ।

শাহজাহান বলেন, নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং নির্যাতন নিপীড়ন চালিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে কোনক্রমেই ধ্বংস করা যাবেনা। গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় শাসন দীর্ঘায়িত করা এবং সারাদেশে বিএনপি দল পূণর্গঠনের যে প্রক্রিয়া চালাচ্ছে তাকে বাধাগ্রস্ত করতেই দেশব্যাপী ত্রাস সৃষ্টির অংশ হিসেবে গ্রেফতারি অভিযানের ধারাবাহিকতায় নোয়াখালী জেলার নেতাদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

এ ধরনের বেআইনী ও অনৈতিক ঘটনা বর্তমান সরকারের অপশাসনেরই ধারাবাহিকতা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অক্টোবর ১৩, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.