পৌর ভোট করতে আগামী সপ্তাহে অধ্যাদেশ চায় ইসি

অক্টোবর ১৩, ২০১৫

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, “নভেম্বরে পৌর নির্বাচনের তফসিল করতে হবে। সেক্ষেত্রে আমাদের সময়ও কম। দলভিত্তিক ভোট করতে হলে আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশ দিতে হবে আমাদের।”

মন্ত্রিসভা বৈঠকে দলভিত্তিক স্থানীয় নির্বাচন করার বিষয়ে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদনের পর শেরে বাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশনের নির্বাচন আইন সংশোধনের প্রস্তাবে সোমবার সম্মতি দিয়েছে সরকার।ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় ‘স্থানীয় সরকার নির্বাচন (পৌরসভা) (সংশোধন) আইন-২০১৫’ ভেটিংয়ের পর অধ্যাদেশ আকারে জারি হবে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান।

মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশন, উপজেলা ভোট শেষ হয়েছে। ডিসেম্বরে পৌরসভা ও মার্চে ইউনিয়ন পরিষদের ভোট করার কথা রয়েছে ইসির। পৌর ভোটের তফসিল নভেম্বরে করার বাধ্যবাধকতায় দ্রুত অধ্যাদেশ চাইছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম (ফাইল ছবি)

ইসি সচিব বলেন, “মন্ত্রিসভার অনুমোদন হয়েছে, তবুও এটা প্রিম্যাচিউর স্টেজ। এখন সরকার আইনটি সংশোধনের পরই আমাদের কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী এনে নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা জারি করব আমরা।”

আইনের আলোকে পৌরসভা নির্বাচনের দুটি বিধিমালা সংশোধনের জন্যও কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাস খানেক আগে আইন সংশোধন হলে নতুন করে দলীয় ভিত্তিতে ভোটের আয়োজন চ্যালেঞ্জ বলে ইসির একাধিক কর্মকর্তা বলে আসছিলেন।

ইসি সচিব বলেন, “দলভিত্তিক নির্বাচন আয়োজন প্রথমবারের মতো চ্যালেঞ্জ হলেও আমাদের কোনো অসুবিধা হবে না আশা করি।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.