আলিসন ব্লেক ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার

অক্টোবর ১৩, ২০১৫

04ঢাকা : বাংলাদেশে নতুন ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আলিসন ব্লেক। তিনি রবার্ট ডব্লিউ গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে ব্লেক আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব নেবেন। আর বর্তমান হাইকমিশনার গিবসন অন্য কূটনৈতিক দায়িত্ব দেয়া হবে।

তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তে জানানো হয়েছে, ২০১১-১৪ সাল পর্যন্ত তিনি পাকিস্তানে ডেপুটি হাইকমিশনার ছিলেন। এর আগে কনফ্লিক্ট গ্রুপের প্রধান, ব্রিটিশ মন্ত্রিসভার প্রতিরক্ষা ও বিদেশ বিভাগের উপপরিচালক, ওয়াশিংটনের ফার্স্ট সেক্রেটারিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্লেক সরকারি চাকরিতে যোগদান করেন ১৯৮৯ সালে।

আলিসন ব্লেক বিয়ে করেছেন মার্কিন অবসরপ্রাপ্ত সেনা কর্নেল পিটার অ্যা হেনরিকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.