রাষ্ট্রপতি হয়ে আমি বেড়াজালে আটকা

অক্টোবর ১২, ২০১৫

06কিশোরগঞ্জ: নিজ এলাকাবাসীর কাছে আক্ষেপ প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, ‘রাষ্ট্রপতি হওয়ার কারণে নানা বেড়াজালে আমি আটকে আছি। আপনারা ইচ্ছে করলেই আমার সঙ্গে দেখা করতে পারেন না। একদিন আমি রাষ্ট্রপতি থাকবো না। সেদিন আগের মতোই আপনাদের কাছে যখন মন চায় ছুটে আসবো।’

সোমবার বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সমাবেশে এভাবেই আক্ষেপ প্রকাশ করেন তিনি।রাষ্ট্রপতি বলেন, ‘হাওড়ের জল কাঁদা গায়ে মেখে আমি বড় হয়েছি। আমার শৈশব কৈশোর কেটেছে এ হাওড়ে। এ এলাকা থেকে বার বার আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমিও চেষ্টা করেছি হাওড়ের উন্নয়নে। বর্তমানে অবহেলিত হাওড় জনপদের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘এক সময় ধলেশ্বরী নদীতে পাকা সেতু ছিল আপনাদের কাছে স্বপ্ন। এখন তা বাস্তব। এ সেতু নির্মিত হওয়ায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ সম্ভব হবে। এছাড়াও সাব-মার্সিবল ও অলওয়েদার রোড নির্মাণ কাজ শেষ হলে ঢাকার সঙ্গে হাওড়ের সড়ক যোগাযোগ শুরু হবে।’

এর আগে, দুর্গম হাওর উপজেলা অষ্টগ্রামে ধলেশ্বরী নদীতে নির্মিত স্বপ্নের  ‘আবদুল হামিদ সেতু’ উদ্বোধন করেন রাষ্ট্রপতি। দুপুর আড়াইটায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে অষ্টগ্রাম আসেন তিনি।

ধলেশ্বরী নদীতে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রচেষ্টায় নির্মাণ করা হয় ৩৪১ মিটার দীর্ঘ পাকা সেতু। ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতু প্রকল্পে আছে এক কিলোমিটার সংযোগ সড়ক ও একটি কালভার্ট। এলাকাবাসীর একান্ত ইচ্ছায় সেতুর নামকরণ করা হয় ‘আবদুল হামিদ সেতু।’

সেতুটি নির্মাণ হওয়ায় অষ্টগ্রামের কয়েকটি ইউনিয়ন ছাড়াও হাওড়ের সঙ্গে সরাসরি রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ সম্ভব হবে। হাওড় জনপদের সঙ্গে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে পাশ্ববর্তী তিনটি জেলারও।

সেতু উদ্বোধনের পর বিকেল সাড়ে ৩টায় অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নাগরিক কমিটির আহ্বায়ক ফজলুল হক হায়দারি বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মেদ তৌফিক, নিকলী-বাজিতপুর আসনের এমপি আফজাল হোসেন, জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম জেমস প্রমুখ।

রাতে অষ্টগ্রাম ডাকবাংলোয় রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। এরপর মঙ্গলবার দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.