সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অক্টোবর ১২, ২০১৫

04ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তা ও জেলা হিসাবরক্ষণ অফিসের ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১২ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এ মামলা করেন।

দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৬ জন এবং সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা যোগসাজশের মাধ্যমে সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাৎ করেন।
এ সময় তারা মোট ১৬ কোটি ৬ লাখ ২ হাজার টাকা একাধিকবার পরিশোধ এবং যোগফল বেশি করে দেখান।
পরে দুদক এ বিষয়ে তদন্ত শুরু করে ও প্রাথমিক তদন্ত শেষে সত্যতা পাওয়ার পর সোমবার মামলাটি দায়ের করা হয়।
এখন মামলাটি তদন্তের অনুমতির জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, বর্তমানে অভিযুক্ত কর্মকর্তাদের কেউ অবসরে আবার কেউ কেউ বিভিন্ন জেলায় কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.