স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে

অক্টোবর ১২, ২০১৫

48ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার থেকে স্থানীয় সরকারের সবধরনের নির্বাচনে দলীয় প্রতীক ও ব্যানার ব্যবহার করবেন প্রার্থীরা।
এ বিধান রেখে সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ সংশোধন আইন-২০১৫, উপজেলা পরিষদ সংশোধন আইন-২০১৫, জেলা পরিষদ সংশোধন আইন-২১৫, সিটি কর্পোরেশন সংশোধন আইন-২০৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
পাশাপাশি স্থানীয় সরকারের পৌরসভা সংশোধন আইনের খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরও জানান, সরকার আরও ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে স্টাফ নার্স ও সিনিয়র স্টাফ নার্সদের বয়সসীমা ৬ বছর বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বয়সসীমা ২০১৮ সাল পর্যন্ত কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে বিধিমালা রয়েছে, তা শিথিল করে এ প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

অক্টোবর ১২, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.