ফিলিস্তিনে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

অক্টোবর ১১, ২০১৫

37ঢাকা: ফিলিস্তিনে ইজরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১১ অক্টোবর) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো এক বার্তায় এ নিন্দা জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনা বলেন, ‘৯ ও ১০ অক্টোবর ইজরায়েলি বাহিনী ফিলিস্তিনে নির্মমভাবে হামলা চালিয়ে নিরপরাধ দুই শিশুসহ সাতজনকে গুলি করে হত্যা করেছে। দুইদিনের নৃশংসতায় দেশটির অনেক বেসামরিক লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় আমি গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি।’
‘একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি ভাইদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। পাশাপাশি আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে এ ধরনের সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
শেখ হাসিনা আরও বলেন, আমি আবারও বলছি, অবিচ্ছেদ্য অধিকার আদায়ে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌম এবং সফল ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থন রয়েছে।
সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, যাতে স্বাধীন স্বদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে পৌঁছাতে দেশটির সরকার ও জনগণকে ধৈর্য্য শক্তি দেন,’ বলেন তিনি।

অক্টোবর ১১, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.