নতুন ভোটার তালিকায় যোগ হচ্ছে ৬০ লাখ ভোটার

অক্টোবর ১০, ২০১৫

35চলমান ভোটার তালিকা হালনাগাদে ৬৭ লাখেরও বেশি ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন ইসি। পাশাপাশি বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য প্রায় ৭ লাখ মৃত ব্যক্তিরও তথ্য হালনাগাদ করা হয়েছে। এর ফলে এবছর ভোটার তালিকায় ৬০ লাখের বেশি ভোটার যোগ্য হতে যাচ্ছে।

ইসি কর্মকর্তারা জানান, গত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪২ লাখেরও বেশি ভোটারের তথ্য সংগ্রহ হলেও প্রায় ২৫ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হয়েছে ১৫-১৬ বছর বয়সী। এ হার ৪ দশমিক ৪১ শতাংশ ও ২ দশমিক ৫৭ শতাংশ, যা টার্গেটের চেয়ে আনেক কম।

হালনাগাদের আগে ইসি ঘোষণা দেয়, ২০১৬ সালে ২৪ লাখ (বিদ্যমান ভোটারের ২.৫ শতাংশ) এবং ২০১৭ ও ২০১৮ সালে ভোটারযোগ্য ৪৮ লাখ (বিদ্যমান ভোটারের ৫ শতাংশ) নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বিডি টুয়েন্টি ফোর লাইভকে জানান, এ বছর হালনাগাদে ১৫-১৬ বছর বয়সীদের অগ্রহ কম দেখা যাচ্ছে তাই আমাদের টার্গেট অনুযায়ী কোনটিই মিলেনি। তবে এ নিয়ে আমরা উদ্বিগ্ন নই। কারণ, প্রকৃতরা ভোটার হতে পারছে।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ বিষয়ে সচিব বলেন, আমাদের প্রচারণা কিছুটা অভাব ছিল, অনেক তথ্য সংগ্রহকারি বাড়ি বাড়ি না যাওয়ার কিছু অভিযোগ আমরা পেয়েছি তাছারা ভোটারদের বাড়িতে গেলে তেমন সহযোগিতা পাওয়া যায়নি।

আশা করি আগামিতে এ সমস্য গুলো আর থাকবেনা। ইসি কর্মকর্তারা জানান, এখনো ভোটারযোগ্য যারা তথ্য দিতে পারে নি, তাদের নিকটস্থ নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হওয়া চলমান প্রক্রিয়া হওয়ায় আগামীতেও স্ব স্ব উপজেলার নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধনের সুযোগ থাকছে।

প্রসঙ্গত, বর্তমানে ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটার রয়েছে ইসির তালিকায় আগামী একাদশ সংসদ নির্বাচনের আগে সব মিলিয়ে দেশে সোয়া দশ কোটি ভোটার হতে যাচ্ছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.