ফেসবুকে একদিনে লগ ইন ১০০ কোটি !

আগস্ট ২৮, ২০১৫

fffসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি নতুন মাইলফলক অর্জন করল। প্রথমবারের মতো ১০০ কোটির বেশি ব্যবহারকারী একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লগ ইন করেছেন। একে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন এর সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

আজ শুক্রবার নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি লিখেন, ‘একটি গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অতিক্রম করলাম। এই প্রথমবারের মতো এক দিনে এক বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করলেন।’

তিনি আরো বলেন, ‘সোমবার এই পৃথিবীর প্রতি সাতজনের মধ্যে একজন তাদের বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন ফেসবুকের মাধ্যমে।’ সাতশ’ কোটি মানুষের এই পৃথিবীতে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিনশ’ কোটির মত। এর মধ্যে দেড়শ’ কোটি ফেসবুক ব্যবহারকারী প্রতি মাসে অন্তত একবার তাদের অ্যাকাউন্টে লগ ইন করেন।’

২০০৪ সালে যাত্রা শুরু করা ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ২০১০ সালের জুলাইয়ে ৫০ কোটিতে পৌঁছায়। ২০১২ সালের অক্টোবরে তা ছাড়িয়ে যায় একশ’ কোটির কোঠা। আর চলতি বছর জুলাইয়ে প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারীই এখন ফেসবুক পরিবারের সদস্য।

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আরো বাড়বে বলে নিজের পোস্টে আশা প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ।  তিনি লিখেন, ‘পুরো বিশ্বকে ফেসবুকে যুক্ত করার এটা কেবল শুরু।’

ঢাকা জার্নাল:, আগস্ট ২৮, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.