চট্টগ্রামে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

আগস্ট ২৮, ২০১৫

mmmmmmশিশু ধর্ষণের দায়ে ছলিমউল্লাহ (২২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় দেন। বর্তমানে আসামি পলাতক আছে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেসমিন আক্তার জানান, ২০১০ সালের ২৪ এপ্রিল বিকেল ৪টার দিকে বাঁশখালীর চাম্বল গ্রামের দশ বছর বয়সী এক শিশু চাম্বল জঙ্গলের ভেতরে ছাগল আনতে যায়। জঙ্গলের ভেতর শিশুটিকে একাকী পেয়ে ছলিমউল্লাহ তাকে ধর্ষণ করে। সে বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামের বদিউল আলমের ছেলে। এ ঘটনায় ২৯ এপ্রিল বাঁশখালী ছলিমউল্লাহকে আসামি করে একটি মামলা দায়ের করেন ধর্ষিতার মা। পুলিশ ২০১০ সালের ১৫ জুলাই অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৮ জুলাই আসামি ছলিমউল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.