১৭ বাচ্চাসহ ৯ ফুট লম্বা গোখরা

জুলাই ৩১, ২০১৫

ghokhraঢাকা জার্নাল: ভারতের গুজরাটের জন-বসতিপূর্ণ এলাকায় একটি ৯ ফুট লম্বা গোখরা সাপ ও তার ১৭টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। ভাদোদরার নভসারি জেলার রাহেজ গ্রামে খোঁজ মিলেছে এসব সাপের।

সাপটি তার বাচ্চাদের নিয়ে এক কৃষকের বাড়ির পেছনদিকের আমগাছের কোটরে থাকতে শুরু করেছিল। এ ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আতঙ্কিত গ্রামবাসী একটি স্বেচ্ছাসেবী সংস্থায় খবর দেয়। তারা প্রথম ৩০ মিনিট অপেক্ষা করে কিন্তু সাপগুলো না বেরোনোয় পাইপে করে গর্তে জল দেয় তারা। এর পরই একে একে বেরিয়ে আসে ১৭টি সাপের বাচ্চা এবং সবশেষে বেরিয়ে আসে ৯ ফুট লম্বা গোখরা। সাপগুলো পাঞ্জরাপোল বন্যপ্রাণ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

খবর: এবিপি আনন্দ

ঢাকা জার্নাল, জুলাই ৩১, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.