ইমরান এইচ সরকারের বিষয়ে জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট

জুলাই ২৯, ২০১৫

Imran H Sarkerঢাকা জার্নাল: যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ব্যক্তিগত তথ্যসহ বিস্তারিত ঠিকানা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার মানবতা বিরোধী অপরাধী সাকা চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে এ বিষয়ে জানতে চান।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল বিভাগ ইমরান সরকারের পার্টিকুলার্স (বিস্তারিত ঠিকানা) জানতে চেয়েছেন। আমি তার বিস্তারিত সংগ্রহ করে আদালতে উপস্থাপন করবো। এরপর আদালত এ বিচার নিয়ে ইমরান সরকারের বিভিন্ন সময়ে উক্তি, মন্তব্য এবং বিচারের দাবির বিষয়ে জানতে চাইবেন।

২০১৩ সালে ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে ওইদিন রাজধানীর শাহবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে উঠে গণজাগরণ মঞ্চ। যার মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার। পরে অবশ্য আরেক ছাত্রলীগ নেতা কামাল পাশার নেতৃত্বে এ সংগঠনের আরেকটি অংশ আত্ম প্রকাশ করে।

ঢাকা জার্নাল, জুলাই ২৯, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.