‘পুরুষরা বোরখা না পরলে মেয়েরা হরমোন সামাল দেবে কী করে’

জুলাই ২৭, ২০১৫

Taslima 1তসলিমা নাসরিন: ধার্মিক পুরুষগুলো বোরখা জিনিসটাকে খুব পছন্দ করে। এত পছন্দ, তারপরও তারা নিজেরা কেন বোরখা পরছে না, বুঝিনা। শুধু চুরি ডাকাতি করতে গেলে, বা কাউকে খুন করতে গেলেই পরছে। সামাজিক জীবনেও তো বোরখাটা পরতে পারে।

তাদের ঘন কালো চুলেও তো সেক্স অ্যাপিল থিকথিক করছে। ওই চুল দেখে কোন মেয়েই না উত্তেজিত হয়! তারপর গোটা একটা শরীর তো আছেই। সুঠাম বাহু, বুক, বুকের লোম, উরু ! উরু সন্ধিতে তো দৃষ্টি যেতে বাধ্য।

পুরুষরা বোরখা না পরলে মেয়েদের হরমোন মেয়েরা কী করে সামাল দেবে! এ তো ছেলেখেলা নয়। নিজেরা পরছে না, অথচ এটি মেয়েদের শরীরে চাপায় তারা, গায়ের জোরে, এবং আরও নানা কিছুর জোরে।

borkaযা এখন ঘটছে, তা-ই যে চিরকাল ঘটবে তা তো নয়। সমাজের কত কিছু রাতারাতি উল্টে যায়। এমন হলে কেমন হয় যে, মেয়েরা এতকাল বোরখার যে অভিজ্ঞতাটা অর্জন করেছে, সেটা পুরুষরা এখন অর্জন করুক!

 

ঢাকা জার্নাল, জুলাই ২৭, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.