পপিকে হত্যার হুমকি, থানায় জিডি

জুলাই ২৭, ২০১৫

popiঢাকা জার্নাল: বাংলাদেশ ধানগবেষণা ইনস্টিটিউটে চাকরি দেয়ার কথা বলে সাত লাখ টাকা  উৎকোচে নেয়ার অভিযোগ করায় ভিকটিম পপিকে নিজের মোবাইল থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছেন অভিযুক্ত পরিচালক শাহজাহান কবির। ফলে নিরাপত্তার জন্য পপির ভাই জয়দেবপুর থানায় জিডি করেছেন।

সোমবার(২৭ জুলাই) দুপ‍ুরে জয়দেবপুর থানায় ভিকটিম পপির ভাই হাজী ফারুক সরকার ওই জিডি করেন।

জিডিতে বলা হয়, জনৈক শাহাজাহান কবির মোবাইল (০১৭১২২৮০০৮৩) থেকে পপির ভাই ফারুককে ফোন করে হুমকি দেন। পপি অভিযোগ প্রত্যাহার না করলে তাকে খুন-জখম করা হবে বলে জিডিতে বলা হয়। এছাড়া অসংখ্য নাম্বার থেকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে বলে জিডির বিবরণে বলা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই মোবোইলটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের(ব্রি) পরিচালক (প্রশাসন) শাহজাহান কবির নিজে ব্যবহার করেন।

গাজীপুরের মেয়ে শরিফা আক্তার পপি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে(ব্রি) একটি প্রকল্পে চাকরি করতেন। পরবর্তী সময়ে চাকরি স্থায়ীকরণের কথা বলে সাত লাখ টাকা নিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের(ব্রি) পরিচালক প্রশাসন শাহজাহান কবির। আরো এক লাখ টাকা দিতে না পারায় ইন্টারনেটে রোল নাম্বার দিয়েও কিছুক্ষণ পর ডিলেট করা হয়।

‌এদিকে  চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায়  চাকরির সম্ভাবনাও  নিঃশেষ হয়ে যায়।  শনিবার(২৫ জুলাই) পপি গণমাধ্যমে ওই  অভিযোগ করার পর বাংলানিউজসহ একাধিক মিডিয়ায় সংবাদটি প্রচার হয়।

জিডির বাদী ফারুক সরকার জানান, সত্য অভিযোগ করেও আমার বোন ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় পড়ে গেছি।

জিডির তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) এনামুল হক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরি ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা জার্নাল, জুলাই ২৭, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.