ঈদে ত্বকের যত্ন

জুলাই ২, ২০১৫

Eidঢাকা জার্নাল : রোজা থাকার ফলে শরীরে পানি স্বল্পতায় ত্বকে একটা মলিন প্রভাব পড়ে। তাই বেশ আগে থেকেই নিতে পারেন ত্বকের যত্ন। করাতে পারেন ফেসিয়াল। চুলটাও কেটে নিতে পারেন এখনই। এতে কাট টা পছন্দ না হলে ঈদেও আগে আগে তা আবার পরিবর্তন করার সুযোগ থাকবে। ত্বকের ধরণ বুঝে করতে পারেন ফেসিয়াল বা স্পা ট্রিটমেন্ট।

অথবা ঘরে বসে একটু যত্ন নিতে পারেন আপনার ত্বকের। শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটি ১ টেবিল চামচ, চন্দনের গুঁড়ো ১ টেবিল চামচ, দুধের সর ১ চা-চামচ, আমন্ড কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ মিশিয়ে সপ্তাহে তিন দিন ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য মসুরের ডাল বাটা ১ টেবিল চামচ, মুলতানি মাটি ১ টেবিল চামচ, কাঁচা দুধ ১ টেবিল চামচ, কমলার রস ১ টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য মসুরের ডাল বাটা ১ টেবিল চামচ, মুলতানি মাটি ১ টেবিল চামচ, চন্দনের গুঁড়ো  ১ টেবিল চামচ, দুধের সর ১ টেবিল চামচ, গোলাপজল ১ চা-চামচ মিশিয়ে সপ্তাহে ৩ দিন ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ঈদের আগে নিজের হাত, পা আরও সুন্দর করতে চাইলে এখন থেকেই নিয়মিত গরম পানিতে শ্যাম্পু দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর একটু ঘষে ধুয়ে নিয়ে ভালো মানের ময়েশ্চারাইজার মাখুন।

এখনই প্রস্তুতি নিন, আর আসছে ঈদে হয়ে উঠুন অনন্যা।

ঢাকা জার্নাল, জুলাই ২, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.