সিরিজ জয়ে অভিনন্দন জানিয়ে কামালকে চিঠি ডালমিয়ার

জুন ২৬, ২০১৫

Sportsঢাকা জার্নাল: ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আইসিসির সাবেক প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়েছেন বিসিসিআই’র (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া।

পাশাপাশি উপহার হিসেবে ম‍ুস্তফা কামালকে একটি পাঞ্জাবি ও তার স্ত্রীকে একটি শাড়ি  পাঠিয়েছেন তিনি।

এর আগে সদ্য সমাপ্ত আইপিএল’র অষ্টম আসরের ফাইনাল দেখতে যাওয়ার সময় জগমোহন ডালমিয়ার জন্য পাঞ্জাবি ও তার স্ত্রীর জন্য জামদানি শাড়ি নিয়ে যান মুস্তফা কামাল।

এ বিষয়ে মুস্তাফা কামালের ছোট মেয়ে নাফিসা কামাল বলেন, আইপিএল’র ফাইনাল দেখতে গেলে ওনার (জগমোহন ডালমিয়া) ছেলে আমাদের অভ্যর্থনা জানান। সে সময় আমরা জামদানি শাড়ি ও পাঞ্জাবি নিয়ে যাই।

বাংলাদেশ-ভারতের মধ্যকার সদ্য সমাপ্ত সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে মুস্তফা কামালের হাতে এ উপহার পৌঁছে দেওয়া হয়। আর সিরিজ শেষে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান জগমোহন ডালমিয়া।

তবে চিঠিতে ঠিক কি লিখেছেন তা জানাতে পারেন নি নাফিসা কামাল।

ঢাকা জার্নাল, জুন ২৬, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.