পৃথিবী থেকে হারিয়ে যাওয়া জনগোষ্ঠীগুলোকে দেখুন ছবিতে

জুন ২৬, ২০১৫

photographsঢাকা জার্নাল: পৃথিবীর নানা প্রান্তে নানা জাতির মানুষের বসবাস। ধর্ম কিংবা সংস্কৃতিভেদে মানুষের রয়েছে ভিন্নতা। বাংলাদেশ খুব ছোট দেশ হলেও প্রায় ১৪টি আদিবাসী গোষ্ঠীর বসবাস এখানে। তাই স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে হাজারো আদিবাসী জনগোষ্ঠীর পদচারণা রয়েছে।

কিন্তু নানারকম রোগ ও জাতিগত দাঙ্গার কারণে দিনদিন হারিয়ে যাচ্ছে এ সকল জনগোষ্ঠী। অনেকে আবার অস্তিত্বের খাতিরে নিজেদের গোত্র পরিচয় গোপন রাখতে বাধ্য হচ্ছে। ফলাফল হিসেবে কাছাকাছি অন্য কোনো আদিবাসী গোষ্ঠীর সাথে মিশে যাওয়ায় হারিয়ে গেছে তাদের পূর্বজাতিসত্ত্বা।

পৃথিবী থেকে প্রায় হারিয়েই গেছে এমন কিছু জাতিগোষ্ঠীর ছবি তুলেছেন জিমি নেলসন নামে এক ফটোগ্রাফার। তার ক্যামেরায় উঠে এসেছে এমন কিছু আদিবাসী জনগোষ্ঠী একসময় যাদের পদচারণায় মুখর ছিল জনপদ।

আর হারিয়ে যাওয়া এসব গোষ্ঠীর জীবনধারা ক্যামেরায় তুলে আনতে বিশ্বের বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন জিমি। প্রত্যেকটি জনগোষ্ঠীর সঙ্গে কাটিয়েছেন অন্তত দুই সপ্তাহ। এসময়ে তিনি আদিবাসীদের জীবন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। জিমি বলেন তার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব যেন কখনো ভুলে না যায় পূর্বে পৃথিবী কেমন ছিলো।

তার সবগুলো ছবি নিয়ে একটি বই বের হয়েছে। ছবিতে দেখুন প্রায় হারিয়ে যাওয়া এসকল জনগোষ্ঠীর জীবনপদ্ধতি।

কাজাখ, মঙ্গোলিয়া

tribal

হিম্বা, নামিবিয়া

tribal1

হুলি, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি

tribal2

tribal3

আসারো, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি

tribal4

কালাম, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি

tribal5

গরোকা, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি

tribal6

tribal7

চুকশি, রাশিয়া

tribal 8

tribal 9

মাওরি, নিউজিল্যান্ড

tribal 10

tribal 11

tribal 12

গাসো, আর্জেন্টিনা

tribal 13

tribal 14

তাস্তান, মঙ্গোলিয়া

tribal 15

tribal 16

সামবুরু, কেনিয়া

tribal 17

tribal 18

রাবারি, ভারত

tribal 19

tribal 20

মুরসি, ইথিওপিয়া

tribal 21

লাড়াকি, ভারত

tribal 22

ভানুয়াতু, ভানুয়াতু দ্বীপমালা

tribal 24

দ্রপকা, ভারত

tribal 25

tribal 26

দাসান্চ, ইথিওপিয়া

tribal 27

কারো, ইথিওপিয়া

tribal 28

tribal 29

বান্না, ইথিওপিয়া

tribal 30

tribal 31

দানি, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি

tribal 32

tribal 33

মাসাই, তানজানিয়া

tribal 34

নানেতস, রাশিয়া

tribal 35

tribal 36

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.