না.গঞ্জে বুড়িগঙ্গায় যাত্রীবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ৮

এপ্রিল ২, ২০১৫

trolar_179239205

ঢাকা জার্নাল : নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় বুড়িগঙ্গা নদীতে ৭০-৮০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিন নারীসহ অন্তত ৮ জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে প্রাথমিকভাবে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রুবেল (১৬), আবিদ (১২), রাসেল (১৮), আবুল কালাম (৩০) ও কাজল (২২)। 

নিখোঁজ অপর তিন নারীর পরিচয় ‍পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী, নিখোঁজ আবুল কালামের মা (৮০) ছাড়াও প্রতিবন্ধী এক (৪৭) নারী রয়েছেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন জানান, মতলবের বেলতলী থেকে ৭০-৮০ জন যাত্রী নিয়ে সদরঘাটের উদ্দেশ্যে আসছিল ট্রলারটি। পথে পাগলার আলীগঞ্জে বিপরীতমুখী বালুবাহী একটি ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।

যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্তত ৮ জন নিখোঁজ রয়েছেন। ঘটনার পর নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসআই।

ঢাকা জার্নাল, ০২, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.