ঢাকা দক্ষিণে প্রার্থী ২৬, প্রার্থিতার আবেদন ২৭টি

মার্চ ৩০, ২০১৫

file 4বিএনপি নেতা মির্জা আব্বাস দুটি মনোনয়নপত্র জমা দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থিতার আবেদন জমা পড়েছে ২৭টি।
এতে আইনগত কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

তিনি বলেন, “কেউ চাইলে দুটি মনোনয়নপত্র দিতে পারেন। প্রস্তাবক- সমর্থকের কারণেও অনেক সময় কারও মনোনয়নপত্র বাতিল হয়। সেক্ষেত্রে একাধিক মনোনয়নপত্র দাখিলকারীরা সুবিধা পান।”

দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের পাশাপাশি মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের সাবেক সদস্য সচিব আবদুস সালাম।

বিএনপির কেন্দ্রীয় এই দুই নেতার কেউই নিজেরা মনোনয়নপত্র তোলেননি বা যাননি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার মহানগর নাট্য মঞ্চে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান তাদের প্রতিনিধিরা।

সালামের স্ত্রী স্বামীর মনোনয়নপত্র জমা দিয়ে আসেন। মির্জা আব্বাসের মনোনয়নপত্র নিয়ে যান তার আইনজীবী যুবদল নেতা আব্দুস সালাম।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আব্দুস সালামের স্ত্রী মনোনয়নপত্র জমা দিচ্ছেন আব্দুস সালামের স্ত্রী মনোনয়নপত্র জমা দিচ্ছেন নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী মনোনয়নপত্র জমা দিচ্ছেন নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী
এছাড়াও মেয়র পদে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কারাবন্দি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে রোববার মনোনয়নপত্র জমা দিয়ে আসেন তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।

সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনও মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র তুলেছিলেন ৩০ জন, তবে চারজন মনোনয়নপত্র জমা দেননি। এদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সংসদ সদস্য হাজি সেলিম।

মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসছেন সাঈদ খোকন মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসছেন সাঈদ খোকন
ক্ষমতাসীন আওয়ামী লীগ মেয়র পদে দলের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকনকে সমর্থন দিয়েছে। ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে খোকন রোববার মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি এখন আর এ দলটিতে নেই।

জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাইফুদ্দিন মিলন। বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজও ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী। সিপিবিও তাকে সমর্খন দিয়েছে।

মেয়র পদে ২৬ জন প্রার্থীর অন্যরা হলেন- আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, মো. আব্দুল খালেক, মো. জাহিদুর রহমান, আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন, মো. বাহারানে সুলতান বাহার, এএসএম আকরাম, শাহীন খান, দিলীপ ভদ্র, মো. শহীদুল ইসলাম, মো. বাবুল সরদার চাখারী, মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, আবদুর রহমান, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মশিউর রহমান, মো. ইমতিয়াজ আলম, মো. রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আয়ুব হুসেন ও কাজী আবুল বাশার।

হাজি সেলিম ছাড়া অন্য যে তিনজন মনোনয়নপত্র জমা দেননি, তাদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থক শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া। বাকি দুজন হলেন- কাজী মো. সাইদুর রহমান মানিক ও সৈয়দ শাহ আলম।

মার্চ ২৯, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.