‘খালেদাকে শাস্তি পেতেই হবে’

মার্চ ৮, ২০১৫

PM 2ঢাকা জার্নাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে না গিয়ে মানুষ হত্যা করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে সব শ্রেণী-পেশার মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শনিবার (০৭ মার্চ) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

খুনির যে শাস্তি হয় খালেদা জিয়ারও সেই শাস্তি হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আদালতে না গিয়ে মানুষ মারবেন, এটা সহ্য করা হবে না। আমরা এটা বরদাস্ত করবো না। এটা সময়ের ব্যাপার। খালেদা জিয়া শুধু দুর্নীতি মামলা নয়, আজ তার বিরুদ্ধে খুনের মামলাও দেওয়া হয়েছে। হুকুমের আসামি তিনি। একজন খুনির যে শাস্তি হয় তাকেও সে শাস্তি পেতেই হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ খালেদা জিয়া একের পর এক ঘটনা ঘটাচ্ছেন। আমরা ধৈর্য ধরছি, মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।

ঢাকা জার্নাল, মার্চ ৭, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.