বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানের জয়

মার্চ ৮, ২০১৫

pakঢাকা জার্নাল : পাকিস্তানি বোলারদের বিধ্বংসী বোলিংয়ে পরাস্ত হয়ে ২৯ রানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। নায়কোচিত ব্যাটিং করে দলকে জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে এসেও ৩৩তম ওভারের দ্বিতীয় বলে ফিরে যান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। 

ডি ভিলিয়ার্সের বিদায়ে প্রোটিয়াদের জয়ের আশা নিভে যায়। প‍াকিস্তানি ফাস্ট বোলারদের বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়া ব্যাটসম্যানরা। 

একপ্রান্ত আগলে রেখে মারমুখি ভঙ্গিতেই লড়াই করে যান ডি ভিলিয়ার্স। কিন্তু শেষ পর্যন্ত তাকেও পরাস্ত হতে হয় সোহাইল খানের বলে। আউট হওয়ার আগে প্রোটিয়া অধিনায়ক খেলেন ৫৮ বলে ৭৭ রানের দৃষ্টিনন্দন ইনিংস।

এর আগে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারের উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে পাকিস্তানি বোলাররা। ইনিংসের ১৬তম ওভারের ৫ম বলে রাহাত আলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মিলার। 

এরপর ২০তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ ইরফানের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন জে পি ডুমিনি। ১০৩ রানে প্রোটিয়াদের ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান।  

ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশোকে সাজঘরে ফেরান ওয়াহাব রিয়াজ। 

এর আগে পর পর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানি বোলাররা দলকে ম্যাচে ফেরানোর সম্ভাবনা জাগান। ১০তম ওভারে রাহাত আলি ডুপ্লেসিসকে এবং ১১তম ওভারে ওয়াহাব রিয়াজ উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলাকে সাজঘরে ফেরান। 

পাকিস্তানের দেওয়া ২৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট খোয়ায় দক্ষিণ আফ্রিকা। এরপর অনেকটা হেসেখেলেই পাকিস্তানি বোলারদের মোকাবেলা করেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। হাশিম আমলা ও ফাপ ডু প্লেসিস জুটি পাকিস্তানি বোলারদের দাপটের সঙ্গে মোকাবেলা করে আছড়ে ফেলেন বাউন্ডারি লাইনের বাইরে।

কিন্তু ম্যাচের ১০তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানি ফাস্ট বোলার রাহাত আলি ডু প্লেসিসকে সাজঘরে ফিরিয়ে দিয়ে পাকিস্তানের ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই পাকিস্তানি ফাস্টবোলার মোহাম্মদ ইরফানের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক।

প্রথম ইনিংসে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২২ রানের পুঁজি সংগ্রহ করেই গুটিয়ে যায় পাকিস্তান। তবে বৃষ্টি আইনের খাড়ায় পড়ে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়‍ায় ২৩২ রান। 

দক্ষিণ আফ্রিকার বোলারদের বোলিং তোপে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক মিসবাহ উল হক। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে সরফরাজ আহমেদের ব্যাট থেকে।

প্রোটিয়া ফাস্ট বোলার ডেইল স্টেইন ৩টি, মরনে মরকেল ও কাইল অ্যাবোট নেন দুটি করে উইকেট। 

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫/আপডেট: ১৫৩০ ঘণ্টা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.