ব্যাটিংয়ে নেমেই বিদায় তামিমের

ফেব্রুয়ারি ২৬, ২০১৫

tamim_out_bg_832926940ঢাকা জার্নাল : লংকানদের বেধে দেওয়া ৩৩৩ রানের টার্গেটে বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। তবে, ইনিংসের দ্বিতীয় বলে মালিঙ্গার বলে বোল্ড হন তামিম। এর আগে যে চারটি ম্যাচে টাইগাররা লংকানদের হারিয়েছিল সবগুলোই ছিল রান তাড়া করে জয়। 

এর আগে টস হেরে ক্যাচ মিসের মহড়া দিয়ে আর বাজে ফিল্ডিংয়ের উদাহরণ তৈরি করে টাইগাররা লংকানদের বড় সংগ্রহ গড়তে বারবার সুযোগ দেয়। আর সে সুযোগকেই কাজে লাগিয়ে ৩৩২ রান করে শ্রীলংকা।

দলীয় ১২২ রানে প্রথম উইকেট হারানোর পর দিলশান আর সাঙ্গাকারা মিলে অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি গড়েন। দিলশান ১৬১ রানে আর সাঙ্গাকারা ১০৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আরেক ওপেনার থিরামান্নে করেন ৫২ রান।

বিশ্বকাপের আসরে দুইবারের মুখোমুখি দেখায় দুটি ম্যাচই জিতেছে লংকানরা। আর ৩৭টি ওয়ানডে ম্যাচে শ্রীলংকার জয় ৩২টি, বাংলাদেশের জয় ৪টি, বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়।

ঢাকা জার্নাল, ২৬ ফেব্রুয়ারি ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.