উদ্ধারকাজ সমাপ্তি ঘোষণা, মৃতদেহ ৭০

ফেব্রুয়ারি ২৩, ২০১৫

launch-1424672165ঢাকা জার্নাল: কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফাকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উদ্ধারকারী জাহাজ রুস্তম ওই লঞ্চটিকে উদ্ধার করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০।

উদ্ধারকৃত লঞ্চটিকে পাটুরিয়া ঘাটের দড়িকান্দি এলাকায় রাখা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই আবদুস সালাম জানিয়েছেন।

এদিকে, লঞ্চ উদ্ধারের পর প্রাথমিকভাবে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশেদা ফেরদৌস সোমবার সকাল সাড়ে ১০টায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিভ খান রাইজিংবিডিকে জানান, কন্ট্রোলরুমে ৭০ জনের মৃতদেহের মধ্যে ৬৯টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষ উদ্ধার হওয়া লাশটি কেউ সনাক্ত করেতে পারেননি। নিহত ব্যক্তিদের লাশ পরিবহণের জন্য লাশপ্রতি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে মাওয়া থেকে পাটুরিয়ায় এসে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ২৩, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.