বইমেলায় এসেছে ‘জীবনানন্দ সময়ের নিঃসঙ্গ নাবিক’

ফেব্রুয়ারি ৭, ২০১৫

Sinha Abul Monsurঢাকা জার্নাল: এবার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কিংবা হিমুকে নিয়ে নয়, নয় ‘দ্বীপ ও জনপদের গল্প’ও। বাংলার প্রকৃতি প্রেমিক কবি ও তার সৃষ্টি বনলতা সেনকে নিয়ে বইমেলায় এসেছে ‘জীবনানন্দ সময়ের নিঃসঙ্গ নাবিক’।

নতুন এই বইটি লিখেছেন প্রবাসী লেখক সিনহা আবুল মনসুর। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা এই লেখক পেশায় চিকিৎসক হলেও ভ্রমণ নিয়ে লিখতেই বেশি ভালোবাসেন। আর এসব লেখাকে ভ্রমণ সাহিত্য বললেই মানানসই হবে!

প্রবাসে বসেও ‘হুমায়ূন, একজন হ্যামিলনের বাঁশিওয়ালা’ লিখে ২০১৩ সালে বিশেষ পরিচিত হন সিনহা আবুল মনসুর।

এরপর ‘দ্বীপ ও জনপদের গল্প’ নামের ভ্রমণ সাহিত্য লিখে পান ‘বেস্ট বুক সম্মাননা’ পুরস্কার।

‘দ্বীপ ও জনপদের গল্প’র জন্য ২০১৪ সালের ‘বেস্ট বুক সম্মাননা’ দেয় বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন।

10341688_10206098929821472_118845573583035033_n (1)একই বছর জীবনানন্দ উৎসব কমিটির ‘রূপসী বাংলা আন্তর্জাতিক পুরস্কারও পান তিনি।

সুদূর আমেরিকায় চিকিৎসা সেবার ব্যস্ততার মধ্যেও সিনহা আবুল মনসুর অবসর সময় কাটান ভ্রমণ আর লেখা-লেখি করে। ভাষার মাস ফেব্রুয়ারি আসার আগে-ভাগেই চলে আসেন জন্মভূমি বাংলাদেশে। এবারও তার ব্যাতিক্রম হয়নি।

জীবনানন্দের জীবনাচরণ, দর্শন, জীবদ্দশায় কার সঙ্গে ছিল তার পত্রালাপ কিংবা ভাব-সেসবই ফুটে ওঠেছে বইটিতে।

এছাড়া রোমান্টিক কবি জন কীটস, উইলিয়াম বাটলার ইয়েটস অথবা অ্যাডগার এলান পো-এর সঙ্গেই বা কেমন ছিল তার সম্পর্ক?

এসব ঘটনা প্রবাহ নিয়েই লেখা হয়েছে ‘জীবনানন্দ সময়ের নিঃসঙ্গ নাবিক’। বইটি প্রকাশ করেছে হোপ মাল্টি মিডিয়া। আর বইটি পাওয়া যাবে একুশে গ্রন্থমেলার প্রকৃতির স্টলে।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.