নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার

জানুয়ারি ২০, ২০১৫

home_minister_937359894ঢাকা জার্নাল : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, সহিংসতাকারী, গাড়িতে অগ্নিসংযোগকারী, হাতবোমা ও পেট্রোল বোমা নিক্ষেপকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা আসছে।

তবে পুরস্কারের মূল্যমান সম্পর্কে কিছু জানাননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

নির্বাচনের বর্ষপূর্তিতে সমাবেশ করতে না পেরে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেন।

ইতিমধ্যে অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলায় ২৭ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা প্রচলিত মোবাইল ফোন ছেড়ে টুইটার, ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করছে। তাদের শনাক্ত করতেই এসব বন্ধ করা হয়েছে।

ঢাকা জার্নাল, জানুয়ারি ২০, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.